- দেবিদ্বারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার মধ্যরাত ২ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের খাইয়ার মাজার গেইটর চা-দোকানী আলম মিয়ার চা দোকানে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় আব্দুল হান্নান মিয়ার মুদি দোকান এবং মো. জয়নাল এর ফার্ণিচার দোকানে আগুন ছড়িয়ে যায়।
স্থানীয় শরিফুল ইসলাম জানায়, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মত দিন শেষে দোকান বন্ধ করে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুন লাগে।
মুদি দোকানের মালিক আব্দুল হান্নান জানায়, আগুন ছড়িয়ে পড়লে মুরাদনগর ফায়ার সার্ভিসের অফিসে ফোন করি। তারা আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে তিন দোকানের মালামাল সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের আবারো ফোন করে আসতে মানা করি। তারা মাঝপথ থেকে ফিরে যায়।
এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফয়সাল আহমেদ জানান আমরা অগ্নিকান্ডের ফোন পেয়ে ঘটনা স্হলের কাছাকাছি যাওয়ার পর আমাদের ফোন দিয়ে জানানো হয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা সিএমবি রোড থেকে ফিরে আসি।

