আল-আমিন কিবরিয়া/
দক্ষিণ পূর্ববাংলার প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ১২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী জমকালো নানা কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন শেষে, কেক কাটা, বেলুন উড্ডয়ন ও শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন সাসাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় এর হাত ধরে ১৮৯৯ সালের ২৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা। বীর উত্তম শহীদ খাজা নাজিম উদ্দিন ভূইঁয়া, শহীদ এ.কে.এম মোজাম্মেল হক, শহীদ সফিকুল ইসলাম সাফু, শহীদ জয়নাল আবেদীন, শহীদ আবু তাহেরসহ অনেক শিক্ষার্থী সরাসরি রনাঙ্গনে অংশগ্রহণ করে দেশমাতৃকার তরে জীবন উৎসর্গ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় এর প্রতি শ্রদ্ধা ও কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন।
দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় নানা শ্রেণী পেশার মানুষ নিয়ে আলোচনা সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হবে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার মহোদয়সহ, খ্যাতনামা গুণীজন এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

