ঢাকাWednesday , 16 November 2022
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ইউএনও’র বিদায় ও বরণ সংবর্ধনা

Link Copied!

আলী আজীম,বাগেরহাট জেলা প্রতিনিধি:

মোংলায় নতুন উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) হিসেবে দীপংকর দাশ তাঁর র্কমস্থলে যোগদান করছেনে। বুধবার (১৬ নভেম্বর) সকালে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও কমলেশ মজুমদার’র নিকট থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিদায়ী ইউএও কমলেশ মজুমদার ২ বছর সফলতার সাথে মোংল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ইউএনও হিসেবে বদলী হয়েছেন।

নবাগত ইউএনও দীপংকর দাশ এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মরত ছিলেন। তার জন্মস্থান যশোর জেলায়।

এ সময় নবাগত ইউএনও দিপংকর দাশকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিদায়ী ইউএনও কমলেশ মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

মোংলা উপজেলায় কর্মকালীন সময় সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন ইউএনও কমলেশ মজুমদার।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!