এম এস কিবরিয়া দেবিদ্বার প্রতিনিধি//
দেবিদ্বারে যৌতুকের দাবিতে গৃহবধূর দুই হাত গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নির্যাতনের একাধিক ছবি বিচারে দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে উপজেলার ধামতী গ্রামের উত্তরপাড়ায়, যৌতুকের দাবিতে প্রবাসী স্বামী দুলাল মিয়ার ছেলে হেলালের ইন্দনে ওই গৃহবধূকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে নির্যাতন করেছে শ্বশুর-শাশুড়ি-ননদ। পরে স্থানীয়রা নির্যাতিতা গৃবধূর হাতের বাঁধন খুলে দিলেও ঘরে আটক রেখে রাতে পুনরায় নির্যাতন চালিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নির্যাতিতা মহিলার একাধিক ছবি দেখে গৃহবধূর স্বজনরা ওই বাড়িতে গেলে তাদের ঢুকতে দেয়নি বলে জানায় তার স্বজনরা।
রাত ১১টার দিকে দেবিদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক সারোয়ার তালুকদার সহ একদল পুলিশ তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নির্যাতিতা গৃহবধূর ছোট ভাই জামাল হোসেন জানায়, ১২ বছর আগে ধামতী গ্রামের দুলাল মিয়ার ছেলে হেলালের সঙ্গে ৩ লাখ টাকা দেনমোহরে আমার বোনের বিয়ে হয়। বিয়ের সময় ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক পরিশোধ করতে হয়েছে। এখন আরো টাকার জন্য প্রতিনিয়ত আমার বোনের শ্বশুর দুলাল মিয়া, শাশুড়ি জুলেখা বেগম, ননদ মৌসুমী ও পাখী বোনের ওপর প্রতিনিয়ত নির্যাতন চালিয়ে আসছে। গতকাল বুধবার বিকেলে আরো এক লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে চাপ দেয়। বোন রাজী না হওয়াতে, তারা সবাই মিলে দু’টি নারিকেল গাছের সঙ্গে দুই হাত বেঁধে শারীরিক নির্যাতন চালায়। আমরা তাদের বাড়িতে গেলে আমাদের বের করে দেয়। পরে পুলিশের সহযোগীতায় রাত ১১টায় উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
এ ব্যাপারে নির্যাতিতা গৃহবধূর শ্বশুর বাড়ির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানায়, গতকাল রাতে আমাদের এখনে ফিজিক্যাল অ্যাসাল্ট নিয়ে একজন মহিলা ভর্তি হয়েছেন। আমরা তার প্রাথমিক যে পরিচর্যার বিষয়গুলো আছে, সেগুলো করে এখানে ভর্তি করিয়েছি। এবং ওনার চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্রের বিষয়গুলো আমরা হাসপাতাল থেকে সম্পূর্ন ফ্রি দিচ্ছি। এর পরেও ওনার যে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দরকার পড়বে আমরা এখান থেকে নিশ্চিত করব।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণধর জনায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। অভিযান চালিয়ে ভিক্টিমের শ্বাশুরী জুলেখা বেগমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

