স্টাফ রির্পোটার, সৌরাব আলি সাংবাদিক//
শিবগঞ্জ-গোমস্তাপুর উপজেলার কুইচাগাঁড়ায় ডাকাতের হামলায় পড়ে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধূমানীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল(৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে জুয়েল ও তার সহযোগী সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নাচোল উপজেলার গোলাবাড়ি পেঁয়ার বাগানে যাওয়ার সময় বেলাল বাজার-আড়গাড়াহাট সড়কের কুইচাগাঁড়ায় ২ জন ডাকাতের কবলে পড়ে। এ সময় ওই ২ ডাকাত মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করে। এতে জুয়েল অস্বীকৃতি জানালে ডাকাতরা চাকু দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় তার সাথে থাকা সাদ্দাম নিরাপদ দুরত্বে সরে গিয়ে আত্মরক্ষা করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেলে ডাকাতরা পালিয়ে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার শেষ সীমানায় ছুরির আঘাতে জুয়েল নামে একজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। কি কারনে এবং কিভাবে এ ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে।

