শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক সাত রশিয়া গ্রামের মাঠে রাতের অন্ধকারে প্রায় ৩০০,শ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে সকালে এলাকাবাসী জানতে পেরে জানান ক্ষতিগ্রস্থ বাগানের মালিক নুরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানতে পারি ১:৩ বিঘা জমিতে কলা বাগান কেটে ফেলেছে এবং প্রতেকটি গাছে কলার ছোড়ি বা কাঞ্চ ছিল প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার খায় ক্ষতি হয়েছে বলে জানান কলা বাগান মালিক।
অপর দিকে তার দুই ভাই লুতফল হক, মতিউর রহমানের জমিতেও কলা বাগান আছে কিন্তু কোন ক্ষতি হয়নি কেনো কে করলো এ অপকর্ম সাথে কারা জড়িত হচ্ছে সেটি উদঘাটন করতে হবে বলে জানান মালিক।
অপরদিকে কলা বাগানের মালিক জানান আমি আইনের কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাকে যা করাতে হবে আমি তাই করবো প্রয়োজনে থানায় অভিযোগ করব।

