ঢাকাMonday , 22 August 2022
আজকের সর্বশেষ সবখবর

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ।

Link Copied!

স্টাফ রির্পোটার,সৌরাব আলি।

শিবগঞ্জে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের

সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম, বেনজির আলী ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, আবদুল আওয়াল গণি জোহাসহ অন্যরা।

আরও উপস্থিত ছিলেন :- অধ্যক্ষ শরীফুল ইসলাম (শরীফ) সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা, জামিল উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, মহা:খাইরুল ইসলাম সম্মানিত সদস্য, আওয়ামীলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,জাহিদ হাসান মাসুম সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা।

পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী ও মেয়েরা অংশ গ্রহণ করে।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!