ঢাকাMonday , 22 August 2022
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ডাকুয়ার দাফন সম্পন্ন,

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বরিশালের বাকেরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা হারুন-অর-রশিদ ডাকুয়া’র জানাজা অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট (শনিবার) সন্ধ্যা ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পান্থপথ সমরিতা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের প্রথম জানাজা ঢাকা মোহাম্মদপুর মারকাজুল হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়।

পরে রবিবার (২১ আগস্ট) সকাল ৯ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ ডাকুয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন সহ থানা পুলিশের একটি টিম।

জানাজায় অংশগ্রহণ করেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ও বিরোধী দলের সাবেক এমপি উপজেলার বিএনপির সভাপতি আবুল হোসেন খান সহ মুক্তিযুদ্ধা সংসদসহ হাজার হাজার মুসুল্লীগন। জানাজা শেষে মরহুমকে পারিবারিক গোরস্থানে দাফন দেয়া হয়।

উল্লেখ্য বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার বড় ভাই ছিলেন বীর মুক্তিযুদ্ধা হারুন -অর – রশিদ ডাকুয়া।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!