ঢাকাFriday , 29 October 2021

মোরেলগঞ্জে কলা চাষীকে কুপিয়ে হত্যা

Link Copied!

আলী আজীম,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে কুপিয়ে জখম করা কলা চাষি জাকির হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত জাকির হোসেন চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন এর ছেলে।

নিহতের ছেলে ইমরান হোসেন ও মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইমরান হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে চন্ডিপুর গ্রামের পার্শ্ববর্তী পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রাত ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি রাত ১২টার দিকে মারা যান।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে আজ (শুক্রবার) সকালে পুলিশ পাঠানো হয়েছ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!