ঢাকাThursday , 16 June 2022
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বোয়ালিয়া জে এম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত,

Link Copied!

জাহিদুল ইসলাম ///

“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” বরাবরের মতো এই প্রতিপাদ্যকে সামনে রেখে -২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যর মধ্যে অদ্য ১৬ ই জুন বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীরা মিলে এ আয়োজন করেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষা উপকরন বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বড় ভাই বোনদের অশ্রু সজল নেত্রে বিদায়বেলা ক্ষমা প্রার্থনা জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

” হাসি দিয়ে যদি লুকালে তোমরা, সারা জীবনের বেদনা
আজ তবে শুধু হেসে যাও, বিদায়ের বেলা কেঁদ না,,,
ওগো যাবে যদি যাও, তবু বুকের ব্যথা নিয়ে যেওনা”
এমন সব বিরহী কবিতা ও ভবিষ্যতের শুভকামনা জানিয়ে ছোট ভাই বোনদের পক্ষ থেকে দেওয়া নজরকাড়া বিদায়ী লিফলেট বিতরণ ও শিক্ষক শিক্ষিকাদের উপদেশ মুলক দিক নির্দেশনায় ভরপুর অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহিদুল ইসলাম গাজী, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম খান, আঃ রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক কমিটির সদস্যরা ও স্থানীয় গন্যমান্য অতিথিরা। সম্পুর্ন অনুষ্ঠান সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রেখে পরিচালনা করেন বিদ্যালয়ের সকলের প্রিয় সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন মল্লিক। বিদ্যালয় থেকে এবারে ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সবার জন্য দোয়া ও আশির্বাদ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!