ঢাকাMonday , 11 October 2021
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক মেরামত করতে গিয়ে ট্রাক চাপায় শিশু শ্রমিক নিহত

Link Copied!

স্টাফ রির্পোটার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জ সদরে এরফান গ্রুপ ট্রাক টার্মিনালে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। নিহত শিশু ট্রাকের মিস্ত্রী বলে জানা যায়। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনায় ওই শিশু শ্রমিকের মৃত্যু হয়।
নিহত শিশু শ্রমিক সদর উপজেলার কল্যাণপুর এলাকার দেলোয়ার ড্রাইভারের ছেলে মারুফ (১৬)।

নিহত মারুফের মামা আব্দুর রহিম ও বড় ভাই পারভেজ জানান, সোমবার সকালে এরফান গ্রুপের ট্রাক টার্মিনালে একটি ট্রাক মেরামতের কাজ করছিল মারুফ।অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দিলে মেরামত করা ট্রাকটি চলতে শুরু করে এবং ট্রাকটি নিহত মারুফকে সামনের একটি ওয়ালের সাথে চাপা দেয়। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।নিহত মারুফের মামা জানান, মারুফের লাশ কাটাকাটি (ময়নাতদন্ত) করতে দিবেন না তাই এবিষয়ে তারা কোন অভিযোগ করবেন না।
এবিষয়ে জানতে মোবাইলে এরফান গ্রুপের এ্যাডমিন জাকিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এখন মিটিং এ আছি পরে কথা বলবো বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!