ঢাকাWednesday , 1 June 2022

বাকেরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জটিকা অভিযানে ৫৩ হাজার টাকা জরিমানা আদায়,

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্ব অদ্য ১লা জুন সকাল ১০ টায় জটিকা অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান কালে পৌর সভার মামুন ড্রাগ হাউজ থেকে লাইসেন্স ঠিক না থাকায় ২০০০টাকা, মা মেডিকেল হলে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ন ঔষধ ও অভিযান কালে দোকান ফেলে পলায়ন সহ অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ বিক্রির অভিযোগে ১০০০০ টাকা, কালিগঞ্জ বাজার মুক্তি মেডিকেল হল থেকে ৫০০০ টাকা, পাদ্রিশিবপুর রাজিব মেডিকেল হল থেকে ৬০০০টাকা, কালীগঞ্জে মা শাহানারা ডেন্টাল কেয়ার থেকে ৩০০০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় তার সাথে থেকে অভিযান কাজে সহায়তা করেন বরিশাল জেলা ড্রাগ সুপার অদিতি স্বর্না ও থানা পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা করা বিষয়ের সত্যতা নিশ্চিত করে আবুজর মোঃ ইজাজুল হক এ প্রতিবেদককে জানান। বেশ কিছু দিন ধরে ঔষধের দোকান গুলোতে মেয়াদ উর্ত্তিন ঔষধ ও লাইসেন্স বিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদ প্রকাশ হলে। বিষয় টি আমার দৃষ্টিকারে, জীবন রক্ষাকারী ঔষধ বিক্রিতে অনিয়ম কোনোক্রমে বরদাস্ত করা যায় না।

বিষয় টিকে সর্ব্বচ্চ গুরুত্ব দিয়ে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে। তিনি সকলকে ভূয়া লাইসেন্স বিহীন অবৈধ বিক্রেতা ও মেয়াদ উত্তির্ন ঔষধের বিষয় সচেতন থাকতে ও এ বিষয় তথ্য দিয়ে সহায়তা করতে সকলকে আহবান জানিয়ে বলেন। ঔষধ বিক্রি আইন ভঙ্গের বিভিন্ন অভিযোগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা যতবড় প্রভাবশালীই হোক না কেনো বিধিমালা ভঙ্গ করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!