ঢাকাMonday , 23 May 2022
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন যারা

Link Copied!

আকিবুল ইসলাম হারেছঃ

কুমিল্লার চান্দিনায় তিন শিক্ষাপ্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল চান্দিনা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়(স্কুল পর্যায়),আবেদা-নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট(কারিগরি পর্যায়),জামিরাপাড়া মিম হে দাখিল মাদ্রাসা(মাদ্রাসা পর্যায়)।

এদিকে এতবারপুর আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবীর ভূইয়া(স্কুল পর্যায়),আবেদা-নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ ড.আমীর খসরু(কারিগরি পর্যায়) ,চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ(কলেজ পর্যায়),টামটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্লাহ(মাদ্রাসা পর্যায়) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা নাজমুন নাহার,আবেদা-নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রভাষক মো.রাকিবুল আলম,চান্দিনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দুলাল দেবনাথ,জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো.কামরুজ্জামান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এদিকে শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোসাঃ আফরোজা সুলতানা,চান্দিনা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফিদিয়া কবির সৃজিতা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মূল্যায়িত হয়েছেন।

এছাড়াও দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহম্মদ শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক,চান্দিনা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নোমান মোঃ ছালে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ,দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ,চান্দিনা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ নাজমুস সাকিব শ্রেষ্ঠ স্কাউট,দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী আবরার মেহজাবীন মাইশা শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথমে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায় ক্রমে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ বলেন, আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হবে।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!