ঢাকাFriday , 20 May 2022
আজকের সর্বশেষ সবখবর

যৌবনের ১৫ বছর কাটিয়েছি দেবীদ্বার বাসীর সেবায় – রাজী মোহাম্মদ ফখরুল এমপি

Link Copied!

মোঃ সোহাগ রানা সোহেল কুমিল্লা জেলা প্রতিনিধি //

যৌবনের ১৫ বছর কাটিয়েছি দেবীদ্বার বাসীর সেবায়, আমি আগামীতে এমপি- মন্ত্রী হই বা না হই, আমি এবং আমার পরিবার সবসময় দেবীদ্বার বাসীর পাশে থাকবো।

শুক্রবার সকাল ১০টায় মোঃ মিজানুর রহমান মাষ্টার’র সভাপতিত্বে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ মোকামবাড়ী নুর হাফিজিয়া মাদ্রাসা, বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৪ (দেবীদ্বার)’র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি ওই বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, জেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী, ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী হায়দার মোহাম্মদ হেলাল মুন্সী, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার এমন এ সালাম, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, অত্র মাদ্রাসা কমিটির সভাপতি মাকসুদ রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবু কাউছার অনিক, মোঃ দেলোয়ার হোসেন সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ছিদ্দিকুর রহমান এবং মানপত্র পাঠ করেন নুরানী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাওলানা জাকির হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিঠু।

পরে কংক্রিটের ঢালাই ঢেলে হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করে এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও তার সহধর্মিনী ব্যাংকার শামান্তা রাজী।

👉 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।  
Don`t copy text!