ঢাকাSunday , 8 May 2022

চিরিরবন্দরে মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

জয় রায় জয়ন্ত,খানসামা দিনাজপুর প্রতিনিধি //

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৫ বোতল ফেন্সিডিল ও ১১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৬ মে) দিবাগত-রাতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদের নেতৃত্বে এসআই শফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে রাত পৌনে ১২টার সময় উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের অন্তর্গত রাজাপুর (মিশন স্কুল) গ্রাম হতে ৫ বোতল ফেন্সিডিল ও ১১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন- চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আঃমাবুদের ছেলে মোঃ মোক্তারুল ইসলাম।

এছাড়া গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পালাতক আসামী ১। মোঃ মোস্তাক হোসেন, ২। মোঃ আজহার আলী,৩। রাশেদুল হক রাসেল, ৪। মোঃ আব্দুস সালাম ও ৫। লালচান বাদশা কে বিন্যাকুড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ জানান, সম্মানিত পুলিশ সুপার দিনাজপুর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুর এর তদারকিতে চিরিরবন্দর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৫ বোতল ফেন্সিডিল ও ১১০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে থানায় মাদক বিরোধী আইনে মামলা রজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রিজনার ভ্যান এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!