ঢাকাSunday , 17 April 2022

বিশ্বনাথ এইড ইউকে-প্রেসক্লাবের টানা ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রোববার (১৭ এপ্রিল) বিকেলে ‘বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায়’ পথচারীদের মধ্যে টানা ১৫ দিন ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। একার্যক্রমে প্রতিদিন শতাধিক অসহায়-গরীব ব্যক্তিকে ইফতার বিতরণ করা হবে।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলে প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন, মো. আবুল কাশেম, আহমদ আলী ইরন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!