দেবিদ্বারের কালিকাপুর টু পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্হানে রোড স্পিড ব্রেকারের দাবীতে মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থীরা ও স্হানীয় এলাকাবাসী।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন এর কালিকাপুর টু পীরগঞ্জ সড়কেে দূর্ঘটনা রোধের লক্ষ্যে রোড স্পিড ব্রেকারের দাবীতে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্হানীয় এলাকাবাসী।
সোমবার (১১এপ্রিল)সকালে ফতেহাবাদ ইউনিয়ন এর সুলতানপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কালিকাপুর টু পীরগঞ্জের রোডের সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কয়েকশত নারী পুরুষ শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় তারা বলেন বিগত সময় রাস্তা বেহাল দশা ছিল, এখন নতুন করে সংস্কার করায় গতিতে যানবাহন চলার কারণে কয়েকটি ভয়াবহ দুঘটনা কথা তুলে ধরেন। এবং সাম্প্রতিক সময়ে দুটো পৃথক দূঘটনায় সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা এক শিক্ষক গুরুতর আহত হয়ে আইসিইউতে ও অন্য এক শিশু গুরুতর আহত হয় এসব তুলে ধরেন।
এলাকাবাসী জানান, গত ১ মাসে এখানে দূর্ঘটনায় একজন ৮-১০ গুরুতর আহত হয়েছে।
সর্বশেষ গত ১ সপ্তাহে দুটো ভয়াবহ দূঘটনায় দুই জনের অবস্থা আশংকাজনক হলে। এ দুর্ঘটনায় কেঁপে উঠে পুরো এলাকা।
যার ফল শ্রুতিতে সরকার ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য শিক্ষক, এলাকাবাসি ও সুধীজনেরা এদূর্ঘটনা রোধে দূর্ঘটনা কবলিত স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবীতে রাস্তায় নামেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নের আহবান জানান।
এ সময় শিক্ষক ও এলাকাবাসীর পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানববন্ধনের আয়োজক ও টিটিএইচ কম্পিউটারের পরিচালক জহিরুল ইসলাম কাউছার। সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মনিরুল ইসলাম। অবসরপ্রাপ্ত নৌবাহিনী এ কে এম জাহাঙ্গীর আলম। সুলতানপুর মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ সাদ্দাম হোসেন । সুলতানপুর মডেল স্কুল এর শিক্ষিকা রোশন আরা মুজিব। সুলতানপুর পাইলট স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। সুলতানপুর আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা। এলাকাবাসীদের মধ্যে ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাঈম রহমান, মোঃ শাহিদ আলম, শরিফুল ইসলাম প্রমুখ।
স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট বক্তৃতারা বলেন আমরা জেলা প্রশাসক, স্হানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসক, ইউনিয়ন চেয়ারম্যান এর নিকট আবেদন করার সকল প্রস্তুতি গ্রহণ করেছি, অতি দ্রুত যেন রোডের গুরুত্বপূর্ণ স্হান গুলোতে স্পিড ব্রেকার তৈরি করা হয়।