নিজস্ব প্রতিনিধিঃ কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে নিবার্চনিও প্রচারনা নিয়ে গতকাল ২২/১০/২১ ইং তারিখ শুক্রবার ভুইগর কাজীপাড়ার মাসুদ সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড এবং মামুন,পিতা-আবুল হোসেনের হুকুমে ১/ আনার, পিতা মৃত- ইসলাম ২/ জাহাঙ্গীর, পিতা মৃত- নুরুল হক মাহমুদ (৩) সোহেল মাহমুদ, পিতা- আলমগীর মাহমুদ সহ আরো অনেকে রড লোহার পাইপ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা কাজী সজল (২৭), পিতা-কাজী মোশারপ কে গুরতর আহতো করে সন্ধ্যার পরে রাস্তায় পাশে ফেলে রেখে যায়।
তখন এলাকার আশে পাশের মানুষ ধরাধরি করে মেডিকেল নিয়ে যায়। এখন ঢাকা মেডিকেলে মৃত্যু সজ্যয় রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজে কর্তব্যরত পুলিশ, ২২/১০/২১ ইং তারিখ শনিবার তৎক্ষণাৎ ঘটনাটিকে পুলিশ কেইস হিসেবে গ্রহণ করেন।
জানা যায়, এই মাসুদ এবং মামুন গং জামাত-শিবিরের সাথে জড়িত। ২০১৪ সালে জামাত শিবির করার কারণে এরা সপরিবারে অ্যারেস্ট হয়। এছাড়াও চিহ্নিত ভূমিদস্যু মাসুদ এবং মামুন গংয়ের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মামলা।
সামনে আসন্ন কুতুবপুর নির্বাচনে এই মাসুদ একজন মেম্বার পদপ্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক ৩ নং ওয়ার্ডের জনসাধারণ জানান,
আমরা সাধারন আমজনতা চাই সুষ্ঠু নির্বাচন।
মেম্বার হওয়ার আগেই মানুষকে মারধর করছেন আর মেম্বার হওয়ার পর মানুষ কে কি করবে? আমরা এই সন্ত্রাসী বাহিনী দ্রুত বিচার চাই।