মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে হিলফুল ফুযুল তরুণ সংঘ ও তালামীযে ইসলামিয়া বড়কাপন আঞ্চলিক শাখার উদ্যোগে ২২ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা বড়কাপনে শত শত মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড র্যালিতে শোভাবর্ধন করেন।
হিলফুল ফুযুল তরুণ সংঘ ও তালামীযে ইসলামিয়া বড়কাপন আঞ্চলিক শাখার সভাপতি ছয়ফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতা আহমদ রাফি ও হাবিবুর রহমান সাঈদের সঞ্চালনায় র্যালি পূর্বক আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিলফুল ফুযুল তরুণ সংঘের প্রতিষ্টাতা মাওঃ মখলিছুর রহমান,৭নং কুলাউড়া সদর ইউনিয়ন আল ইসলাহ সভাপতি হাফিজ ফরিদ উদ্দিন সাহেব, তালামীযে ইসলামিয়া ৭নং কুলাউড়া সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এম. মিশকাত আহদ, বর্তমান সভাপতি এম.জাকির আহমদ, সাধারণ সম্পাদক এম.রাহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক তানভীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মিফতা আহমদ রাফি, অর্থ সম্পাদক ফাহিম আহমদ, সহ অফিস সম্পাদক রায়হান হোসেন, সদস্য নাসিম আহমদ, শিমুল আহমদ, সাদী আহমদ।
মুবারক র্যালিতে উপস্থিত ছিলেন বড়কাপন জামে মসজিদের ইমাম মুস্তাকিম মিয়া সাবেক ইমাম নিয়াজ আলী, হিলফুল ফুযুল তরুণ সংঘের সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক রাহিদুল ইসলাম নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অর্থ সম্পাদক জাবের আহমদ, হিলফুল ফুযুল তরুণ সংঘের ও তালামীযে ইসলামিয়া বড়কাপন আঞ্চলিক শাখার উপদেষ্টা ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।