ঢাকাSaturday , 26 March 2022

রাণীনগরে প্রতিহিংসার বিষে পুড়ল তিন কৃষকের জমির ধান!

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তিন কৃষকরে প্রায় তিন বিঘা জমির ধান আগাছা নাশক (বিষ) ছিটিয়ে পুড়ে দেয়া হয়েছে। পূর্ব শত্রুতা বসত প্রতিহিংসা করে রাতের আধারে ধান পুরে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিল-পালশা এলাকায় বানিয়াপাড়া পশ্চিম মাঠে। এঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বিল পালশা গ্রামের লোকমান সরদারের ছেলে কৃষক বকুল সরদার বলেন,গত ২২ বছর ধরে একই এলাকার বানিয়াপাড়া গ্রামের গোনেশ চন্দ্রের ৪৯ শতক জমি বগার্চাষ করে আসছেন। এমৌসুমে ওই জমিগুলোতে কাটারীভোগ ও জিরাশাইল ধান রোপন করেছেন। ইতি মধ্যে ধান গামর হয়েছে। এরই মধ্যে পূর্ব শত্রুতার জ্বের ধরে এলাকার জনৈক দুই ব্যাক্তি বুধবার রাতে জমিতে আগাছানাশক (বিষ) ছিটিয়ে ধান পুড়ে দিয়েছে। এতে প্রায় ৪২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বানিয়া পাড়া গ্রামের আব্দুল জলিল জানান,একই রাতে ১৯শতক জমির ধান বিষ ছিটিয়ে পুড়ে দিয়েছে জনৈক ব্যক্তিরা। এছাড়া ওই রাতেই একই গ্রামের রমজান আলীর সাড়ে ২৬ শতক জমির ধান আগাছানাশক ওষুধ ছিটিয়ে পুড়ে দিয়েছে বলে জানিয়েছেন রমজান আলী।এঘটনায় বৃহস্পতিবার বিকেলে পারইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্থ্য জমিগুলো পরিদর্শণ করেছি। আপাতত বেশি বেশি পরিমান পানি ছিটানোর পরামর্শ দেয়া হয়েছে। তবে ধানগুলো সেরে ওঠবে কিনা তা ৩/৪দিন পার না হওয়া পর্যন্ত বলা যাবেনা।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন,এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং শুক্রবার বিকেলে ধানগুলো দেখেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত সুষ্ঠু ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!