ঢাকাThursday , 24 March 2022

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মায়ের হাতে শিশু খুন ; ঘাতক মা’ আটক।

Link Copied!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মায়ের বিরুদ্ধে মাহমুদ নামে এক শিশুকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের দাওসা এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চার বছরের মাহমুদ এলাকার নাজমা বেগমের ছেলে।

তথ্যদিয়ে নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক জ্যোতিষ চন্দ্র দেব। স্থানীয়দের বরাতে তিনি জানান, ৫ বছর আগে নাজমার সঙ্গে পাশের মুক্তাগাছা উপজেলার দাওগাও এলাকার রমজান আলীর বিয়ে হয়। স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ৩ মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি চলে আসেন নাজমা। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন।

আজ (২৪/০৩/২০২২) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিশু মাহমুদ পাশের বাড়ির উঠানে খেলছিল। এ সময় হঠাৎ করেই নাজমা তার ছেলেকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে তার গলা কাটে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে তার মরদেহ দেখতে পায়। এ অবস্থায় তারা নাজমাকে এলাকাবাসী শিকলে বেঁধে থানায় খবর দেয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নাজমা আক্তারকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি। এ ঘটনায় মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!