ঢাকাSaturday , 12 March 2022

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

আবুল বাশার, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বার উপ‌জেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়‌নে খলিলপুরে অবিস্থত ১২ই মার্চ শ‌নিবার সকাল ১০ টার দি‌কে
গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রভাষক মোহাম্মদ আক্কাস আলীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোঃ বশির আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানী, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সরকার, ৬নং ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, অত্র কলেজের নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম সরকার, আবু তাহের বিএসসি, কাজী আবুল কালাম আজাদ, আবু তাহের পুলিশ, হাজী আবদুল করিম, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু,
জাফরগঞ্জ মীর গফুর ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মশিউর সুমন,উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম, কাজী আরিফ মেম্বার, আলমগীর হোসেন, কাইউম।

দাতা সদস্যগণদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী গোলাম মোস্তফা, মফিজুল ইসলাম, আমিরুল ইসলাম, শ্রিকাইল কলেজের সহ অধ্যাপক কামাল হোসেন, ফজলুল হক মাষ্টার, সমসের আলী মুন্সী, আলী আজম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোছমত আলী মেম্বার,আপেল মাহমুদ,জহিরুল ইসলাম মুন্সী, বাবুল ভূইয়া, অত্র কলেজের বিষয় ভিত্তিক প্রভাষকবৃন্দ সহ আরো গনমান্য ব্যাক্তিরা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!