ঢাকাSunday , 27 February 2022

বাকেরগঞ্জে এসিল্যান্ডের চমক ক্রেতা সেজে ব্যবসায়ীদের জরিমানা

Link Copied!

জাহিদুল ইসলাম ///

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক অদ্য ২৭শে ফেব্রুয়ারী দুপুর থেকে সদ্ব্যবেশী ক্রেতা সেজে, সোয়াবিন তেলের অতিরিক্ত দাম রেখে সাধারণ মানুষকে জিন্মি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে ৪ জন মুদি ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে অতিরিক্ত দাম না রাখতে সচেতন করে দেন। অন্যথায় আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অভিযানের বিষয় তিনি সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কয়েকদিন ধরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় সোয়াবিন তেল সহ নিত্য পন্য সামগ্রিই অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া যায়।

বিষয় টিকে গুরুত্ব দিয়ে ইতিপূর্বে মাঠে অভিযান চালিয়ে সুফল না পেয়ে অদ্য ক্রেতা সেজে একাই বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে বিষয় টির সত্যতা প্রমানে সক্ষম হন। অভিযান কালে দেখা যায় বোতলের গায়ে লেখা মূল্য ঘষামাজা করে উঠিয়ে ফেলা হয়েছে। তার পরবর্তীতে বোতলজাত সোয়াবিন তেল ২০০ টাকা ও খোলা সোয়াবিন তেল ১৯৫ টাকা করে বিক্রি করা হচ্ছে। অথচ সরকারি নির্ধারিত মূল্য বোতলজাত ১৬৫ ও খোলা সোয়াবিন তেল ১৫৫ টাকা। অতিরিক্ত মূল্য রাখার বিষয় ব্যবসায়ীরা সুনির্দিষ্ট কোনো কারন দেখাতে না পারায় তাদের এ জরিমানা করা হয়েছে। তার এ জন কল্যান মুলক কাজের স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। তারা তার প্রশংসীত ভূমিকার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে ও এমন অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!