তসরিফ হোসেন///
চট্রগ্রাম সিতাকুন্ড ভাটিয়ারী খাদেমপাড়া নিবাসী নসু উদ্দিনের ছেলে তাজুল ইসলাম দিন মজুরি খেটে তিলে তিলে সঞ্চিত অর্থ দিয়ে বিগত কিছু দিন পূর্বে ৩৩ হাজার টাকা দিয়ে একটি অটোরিকশা ক্রয় করেন, গাড়িটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সোনাপাহার নিবাসী রুহুল আমিনের ছেলে রনির কাছ থেকে স্টাম্পে সহি সম্পাদন করে। লেখা পড়া করে নেন। পরবর্তীতে আটোরিকশাটি বেশ কিছু দিন ধরে ভাটিয়ারী ইউনিয়নে চালাতে ছিল। হঠাৎ একদিন ফৌজদারহাট এলাকায় প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল এমত অবস্থায় তাজুল ইসলামকে গাড়ি চোর সাব্যস্ত করে প্রকৃত মালিক গাড়িটি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় মেডিকেল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়ে একমাত্র অবলম্বন গাড়িখানা হারিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।
এমতবস্থায় তাজুল ইসলাম গাড়ি অথবা তার টাকা দাবি জানিয়ে চোরা গাড়ি বিক্রেতা রনির কাছ গেলে, তিনি কোনটাই দিতে পারবেনা বলে জানায়। এবং নিজের প্রভাব বিস্তার করে উল্টো চুপচাপ থাকতে বলে। নয়তো জীবনের তরে শেষ করে দেওয়া হবে বলে হুমকি দেন। অসহায় তাজুল ইসলাম সব হারিয়ে নির্বাক হয়ে, গাড়ি কিংবা টাকা ফেরত পেতে সহায়তার জন্য ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের ধারে ধারে।