ঢাকাWednesday , 23 February 2022

মোগসাইর স্বপ্নচর সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

Link Copied!

মোহাম্মদ শরীফ।

দেবিদ্বার উপজেলার মানবিক সংগঠন মোগসাইর স্বপ্নচর মানব কল্যান সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক আয়োজন করা হয়। বুধবার সাংস্কৃতিক আয়োজনে অংশ গ্রহন করে মারকাযুল হুদা তাহফিযুল কোরআন মাদ্রাসা, সিদ্দিকুর রহমান মাদ্রাসা, লাড়ুচৌ সরকার বাড়ী মাদ্রাসা, বেড়াখলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ২নং ইউছুফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী জাকারিয়া (ম্যানেজার)। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার মো কামাল মিয়া, আবুল কাশেম, ছন্দু মিয়া, মোস্তফা আল হোসাইনী, খোরশেদ আলম, হারুনুর রশিদ সহ সংগঠনের নেতাকর্মীরা। জাকারিয়া ম্যানেজার বলেন, ‘এমন উদ্যোগে আমি আনন্দিত। ইসলামী সাংস্কৃতিক আমাদের মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি করে।

সংগঠনের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘আমরা মানব কল্যাণে কাজ করে যাবো। আজকের আয়োজনে সবাই আমাদের সহায়তা করেছেন। তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!