মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি //
কুলাউড়ায় ধর্ষণ মামলার অভিযুক্ত এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তি উপজেলার মৃত রাম দরিয়া দাসের পুত্র রাজু চামটা দাস (৩০)
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারী বরমচাল চা বাগানে এক কিশোরীকে (১৫) মাটি কাটার কাজে নিয়ে পৌছে দেওয়ার কথা বলে উপজেলার ভূকশিমইল ইউপির বাদে ভূকশিমইল গ্রামের পানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করে রাজু । বিষয়টি ভয়ে ওইদিন বাড়িতে ফিরে কাউকে বলতে পারেনি। পরে কিশোরী বিষয়টি জানায় তার ঘরে।
এ ঘটনায় কিশোরীর অভিভাবক থানায় ধর্ষন মামলা দায়ের করলে অভিযান পরিচালনা করে ১৭ ফেব্রুয়ারী রাতে গ্রেপ্তার করা হয় রাজুকে।
ওসি বিনয় ভূষণ রায় বলেন, আসামীকে ১৮ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়। ওই কিশোরীকে পরীক্ষার জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।