গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা বীর মুক্তিযাদ্ধা সম্মাননা-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জনাব আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষরক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতুন নেসা ইন্দিরা এম. পি মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষ হতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।
এ ছাড়াও যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব খন্দকার ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি জনাব মো: এহতেশামুল আলম ও জেলা প্রশাসন, ময়মনসিংহের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।