ঢাকাTuesday , 15 February 2022

তৃণমূলের নেতা-কর্মীকে মূল্যায়ন শুরু হয়েছে-প্রতিমন্ত্রী পলক

Link Copied!

বেল্লাল হোসেন বাবু,স্টাফ রিপোর্টার:

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সকল তৃণমুল নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। ইতিমধ্যেই তাদের মূল্যায়ন শুরু হয়েছে। ভবিষ্যতেও তারা মূল্যায়ন পাবেন। আমিও আপনাদের মত একজন তৃণমূল কর্মী, বর্তমানে আমার আর কোন পদ পদবী নেই। আমি তৃণমূলের কর্মি হিসেবে শেখ হাসিনার কর্মী হিসাবে কাজ করতে চাই।

তিনি আজ সিংড়ায় তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

সিংড়া উপজেলা মিলনায়তনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট অহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস সহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় সিংড়া উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!