গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ০৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ ময়মনসিংহের পুলিশ লাইন্সে ‘মুজিব শতবর্ষে ময়মনসিংহ জেলা রেটেড দাবা লীগ -২০২১’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত আইজিপি, ময়মনসিংহ রেঞ্জ এর ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর শাখা, ময়মনসিংহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার (ট্রফি, নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল) বিতরণ করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
উক্ত টুর্নামেন্টটি ময়মনসিংহ জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে আয়োজন করে বলে জানা যায়। ময়মনসিংহের ঐতিহ্যবাহী দাবা ক্লাব ‘দ্যা চেজ কিং’ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে ২৩ জন রেটেড দাবাড়ুসহ ৭০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দাবা সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃত্ব দেওয়ায় দাবায় গতিশীলতা ফিরে এসেছে।
দেশব্যাপী জেলা দাবা লীগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় তিনি আইজিপি মহোদয়কে ধন্যবাদ জানান। দেশব্যাপী জেলা দাবা লীগ আয়োজনের এই ধারাবাহিকতায় বাংলাদেশের দাবা আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।