গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ৩০ জানুয়ারী ২০২২ তারিখ রবিবার ‘মুজিব শতবর্ষে ময়মনসিংহ জেলা রেটেড দাবা লীগ -২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব, মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর শাখা, ময়মনসিংহ।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, হাফিজুর রহমান, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), সুব্রত দাস (নীতিশ) সাবেক সহ সাধারন সম্পাদক, দাবা উপ কমিটি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, মেহেদী হাসান, সাবেক সাধারন সম্পাদক, দাবা উপ কমিটি, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, মাসুদুর রহমান মল্লিক দিপু, কো-চেয়ারম্যান বাংলাদেশ দাবা ফেডারেশন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। এ সময় অংশগ্রহণকারী ২৩ জন রেটেড দাবাড়ুসহ ৭০ জন দাবাড়ু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃত্ব দেওয়ায় দাবায় গতিশীলতা ফিরে এসেছে।
পুলিশ সুপার আরো বলেন, আজকের ক্ষুদে দাবাড়ু বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড় করাবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।ময়মনসিংহের দাবাড়ুদের বেশ সুনাম রয়েছে, তা আরো উন্নত করতে আমরা সব রকম সহযোগিতা করবো। শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে। সমগ্র দেশব্যাপী জেলা দাবা লীগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় তিনি আইজিপি মহোদয়কে ধন্যবাদ জানান।