ঢাকাSaturday , 15 January 2022

ময়মনসিংহের হালুয়াঘাটে ফেন্সিডিলের বোতলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

Link Copied!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

মাদকাসক্ত, মাদকবাহী ও মাদকব্যবসায়ী উভয়ই সমাজের জন্য ক্ষতিকারক। বেশিরভাগ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা হচ্ছে উচ্চ ফ্যামেলির বাবা-মার অবাধ্য সন্তান। এদের অত্যাচারে বাবা-মা অতিষ্ট। পারছে না পুলিশকে কিছু বলতে পারছে না তার সন্তাদের নিজেদের আওতায় রাখতে। শেষে খেসারত দিতে হচ্ছে তাদেরই।

জানা গেছে, গত দুই দিনে অভিযান চালিয়ে হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইমরানের নেতৃত্বে উপজেলার উত্তর খয়রাকুড়ির কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান সর্দার ওরফে তপনকে ৫০ বোতল ও গাজিরভিটা ইউনিয়নে সুর্যপুর বাজারে এস আই মোবারকের নেতৃত্বে মফিজ উদ্দিনের পুত্র পারভেজকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জমান খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে হালুয়াঘাট উপজেলার প্রত্যেকটি এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের কুমিল্লা /পলাশ 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!