গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
মাদকাসক্ত, মাদকবাহী ও মাদকব্যবসায়ী উভয়ই সমাজের জন্য ক্ষতিকারক। বেশিরভাগ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা হচ্ছে উচ্চ ফ্যামেলির বাবা-মার অবাধ্য সন্তান। এদের অত্যাচারে বাবা-মা অতিষ্ট। পারছে না পুলিশকে কিছু বলতে পারছে না তার সন্তাদের নিজেদের আওতায় রাখতে। শেষে খেসারত দিতে হচ্ছে তাদেরই।
জানা গেছে, গত দুই দিনে অভিযান চালিয়ে হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইমরানের নেতৃত্বে উপজেলার উত্তর খয়রাকুড়ির কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান সর্দার ওরফে তপনকে ৫০ বোতল ও গাজিরভিটা ইউনিয়নে সুর্যপুর বাজারে এস আই মোবারকের নেতৃত্বে মফিজ উদ্দিনের পুত্র পারভেজকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জমান খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে হালুয়াঘাট উপজেলার প্রত্যেকটি এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।