স্টাফ রিপোর্টার,সৌরাব আলি।।
শিবগঞ্জের ৮নং বিনোদপুর ইউনিয়নের বাখরালী বাজার এলাকা হতে এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।প্রতিবন্ধী ব্যক্তি হলো বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামে মৃত আলতামাস আলির ছেলে মুক্তার হোসেন(৫৮)।সংশ্লিষ্ট ইউপি সদস্য বাদশাহ আলি জানান, চৌকা বিওপি কমান্ডার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার রাত চার টার দিকে সীমান্ত এলাকার ১৭৭নং মেইন পিলারের দুই এস ও তিন এস সাব পিলারের মধ্যবর্তী স্থানে বৃষ্টিতে ভিজা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে আমাকে সংবাদ দেয়। আমি লোকজন কে সংগে নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে বাখরালী বাজারে নিয়ে আসি।সেখানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় থানা পুলিশকে জানায়।অন্যদিকে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে জানতে পেরে মুক্তার হোসেনের স্ত্রী মোসাঃ নুরজান ও ছেলে একবর হোসেন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। ছেলে একবর হোসেন ও মা( মুক্তার হোসেনের স্ত্রী) জানান, বুধবার বিকাল হতে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন যাবত মৃগিজনিত রোগে মানসিক ভারসাম্যহীন ছিল। আমাদের কোন অভিযোগ নেই। তার ছেলে ও স্ত্রী লাশ শনাক্ত করেছে এবং মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন এটি স্বাভাবিক মৃত্যু।
তাই ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন, সংশ্লিষ্ট ইউপি সদস্য বাদশাহ আলির মাধ্যমে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।
ভোরের কুমিল্লা / সৌরাব

