আলী আজীম,বাগেরহাট জেলা প্রতিনিধি:
প্রচণ্ড শীতে অসহায় দুস্থ্য মানুষ। শীতবস্ত্র নিয়ে এসব অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে পুরাতন মোংলা,মোংলা ও পোর্ট এলাকার ১৫০ টি শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এ কম্বল বিতরণ করেছেন বলে বন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্দর উপ-সচিব মাকরুজ্জামান, সদস্য (হারবার এন্ড মেরিন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলম ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের কুমিল্লা / আলী
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।