ঢাকাTuesday , 19 October 2021

রাণীনগরে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি ও সম্প্রীতি র‍্যালী

Link Copied!

নওগাঁ প্রতিনিধি : সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে শান্তি ও সম্প্রীতি র‍্যালী এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে র‍্যালী ও প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে শান্তি ও সম্প্রীতি র‍্যালী বের হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালী শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু,প্রচার সম্পাদক আব্দুল খালেক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বজল,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

#
মনোরঞ্জন চন্দ্র/নওগাঁ।
তাং-১৯-১০-২০২১ ইং।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!