ঢাকাSunday , 9 January 2022

নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে মাদক কারবারীসহ গ্রেফতার -৩

Link Copied!

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার //

এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ আল-আমিন ও এএসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৮/০১/২০২২ তারিখ ০৩.১০ ঘটিকায় নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউপির অন্তর্গত ধুন্দার বাজার হইতে আনুমানিক ০১ কিলোমিটার পূর্বে ধুন্দার পূর্বপাড়া গামী বড় বটগাছ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান ১। গোলাপী রংয়ের ২৫(পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট যাহা সাদা পলিথিন দ্বারা মোড়ানো, ২। ০২ টি মোবাইল ফোন, ৩। মাদক বিক্রয়ের নগদ ৫০০(পাঁচশত) টাকাসহ আসামী ১। মোঃ শাওন পোদ্দার (২৮) পিতা-মোঃ মতিন পোদ্দার, সাং-শাকপালা পূর্বপাড়া, পোষ্ট-রাণীরহাট, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।

আসামী মোঃ শাওন পোদ্দার বিরুদ্ধে পূর্বের ১ একটি খুন মামলা সহ মোট ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এছাড়া নন্দীগ্রাম থানার ,এফআইআর নং-২, তারখি- ০২ নভম্বের, ২০২১ ধারা- ৩৯৯/৪০২ পনোল কোড-১৮৬০ আসামী ১. মোঃ রাজু আহম্মদে(২৪), পতিা-মোঃ বুলু প্রামানকি, মাতা-মোছাঃ আনোয়ার ববিি , ঠকিানা: স্থায়ী: গ্রাম- কাথম (দক্ষণিপাড়া) উপজলো/থানা- নন্দীগ্রাম, জলো -বগুড়া, বাংলাদশে ২. মোঃ ইসমাইল (৩১), পতিা-মোঃ সুরুজ ময়িা , ঠকিানা: স্থায়ী: (সাং-নন্দীগ্রাম কলজে পাড়া), উপজলো/থানা- নন্দীগ্রাম, জেলা -বগুড়া

উল্লেখিত মাদক সংক্রান্ত ০১টি নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।

ভোরের কুমিল্লা/রাজু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!