ঢাকাSaturday , 8 January 2022

সাপাহার হাঁপানিয়া সীমান্তে বিএসএফের গুলিতে চোরাকারবারি মকবুল হোসেন নিহত

Link Copied!

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মকবুল হোসেন ওরুফে (সানাউল্লাহ)নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৬ নং পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সি মকবুল হোসেনের বাড়ি উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা পূর্বপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মকবুল হোসেনসহ কয়েকজন গরু ব্যবসায়ীর হাঁপানিয়া সীমান্তের কৃষ্ণসদা এলাকা দিয়ে ভারতে গরু নিতে যায়। তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানা টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের ২০০ গজ অভ্যন্তরে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

১৬বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে।

ভোরের কুমিল্লা/জাহাঙ্গীর 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!