বেল্লাল হোসেন বাবু,স্টাফ রিপোর্টার:
পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণ করবেন গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর সেবা স্তরের চার জন রোভার সদস্য। কোভিট-১৯, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে পাবনা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ শুরু করবেন।
আজ ৮ জানুয়ারি ২০২২ রোজ শনিবার সকাল ৮ ঘটিকা থেকে ভ্রমণে কার্যক্রম শুরু করবেন। পরিভ্রমণকারী দলের রোভার সদস্যরা হলেন সিনিয়র রোভার মেট মোঃ নাজমুল হোসেন (দলনেতা), রোভার মেট মোঃ কাইয়ুম, সহকারী রোভার মেট নাইমুর ইসলাম অনিক ও রোভার মেট আব্দুল আহাদ সাজিদ (সহকারী দল নেতা) হিসেবে দায়িত্ব পালন করবেন।পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান শিক্ষা, প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পাবনা পৌঁছাবেন আগামী ১২ই জানুয়ারি ২০২২ পরিভ্রমণ শেষ হবে। পরিভ্রমণকারী দল সিনিয়র রোভার মেট মোঃ নাজমুল হোসেনের নেতৃত্বে আবার তারা ঢাকায় এসে পৌঁছাবেন।