জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ক্যান্সার আক্রান্ত অসহায় স্কুল শিক্ষককে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা দান ও আলোচনা দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা ও টিম- ১০১।
আজ সোমবার (১৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয় দেবিদ্বার বাগুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন ও রাসেল জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও টিম-১০১ এর প্রধান সমন্বয়ক মোঃ আলহাজ্ব লিটন সরকার। তিনি সম্প্রতিকালে ঘটে যাওয়া কুমিল্লা মন্দিরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন রেখে যাওয়া নিয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি চক্রের গভীর ষড়যন্ত্র বিষয়ে বক্তৃতায় নেতাকর্মীদের সজাগ থেকে অপশক্তির অপতৎপরতা রুখে দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করার আহবান জানান।
এ দিন শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ক্যান্সারে আক্রান্ত দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের অসহায় স্কুল শিক্ষক মোহাম্মদ তবদল হোসাইনকে নগদ ১ লক্ষ টাকা চিকিৎসার জন্য দান করেন।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগ হল সেবা, শান্তি প্রগতির। আমরা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর মানবিক করোনা যোদ্ধা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দাদা নির্মূল রঞ্জন গুহ এবং করোনা যোদ্ধা বিপ্লবী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের দিকনির্দেশনায়। এসময় তিনি বিগত দিনে স্বেচ্ছাসেবক লীগ ও টিম-১০১ এর মানবিক কাজগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারবর্গের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, ক্বারী মোঃ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং টিম-১০১। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগেের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, জেমস্, যাদব রয়, ইমতিয়াজ জাকির, শরীফুল ইসলাম, দেলোয়ার, শহীদুল্লাহ মেম্বার, রবিউল হাসান, শামীম, একলাস, কাউছার, হিরা রয়, তানজিল, মুকুল, রাব্বি, উলিউল্লাহ, পপ সুমন, সুজন, মুন্না, আলামিন মার্চেন সেলিম,শহীদুল্লাহ সরকার রুবেল সহ আরও অনেকে।