স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভার অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর নেতৃবৃন্দ দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. ইদ্রিস খানকে ফুলেল শুভেচছা জানায়।
জানা গেছে, আজ ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর ডিএস কামিল মাদরাসার হল রুমে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকাটি মিডিয়া তালিকাভুক্ত হওয়ায় বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় প্রতিনিধি মতবিনিময় সভায় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক আরীফুর রহমান, ব্যবস্থপনা সম্পাদক আসাদ তালুকদার, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।
এ ছাড়াও জেলা কমিটির যুগ্ম সম্পাদক মাজহারুল হক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন, জেলা কমিটির দপ্তর সম্পাদক আবুল বাশার লিংকন, জেলা কমিটির সদস্য রুবেল মিয়া, মহানগর কমিটির দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহান, মহানগর কমিটির প্রচার সম্পাদক খোকন সাহা প্রমূখ উপস্থিত থেকে ফুলেল শুভেচছা জানান।