স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
শিবগঞ্জের বিনোদপুর বাখোরালি বিজয় একতা সংঘ কতৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জের কৃতি সন্তান ডাঃ রফিকুল ইসলাম (নভেল) বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিনোদপুর ৯ নং অর্য়াডের সদ্য নির্বাচিত মেম্বার মোঃ বাদশা, আরো উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত মহিলা মেম্বার ৭,৮,৯ মোসাঃ তানজিলা খাতুন আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও নেতাকর্মীরা।
খেলার মুল আকর্ষন হিসেবে ছিল হাঁড়ি ভাংগা, লংজাম্প, হায়জাম্প,মেয়েদের বালিশ মিনি ক্রিকেট খেলা সহ সাথে ছোট বাচ্চাদের নৃত্য ,
প্রধান অতিথি ডাঃ রফিকুল ইসলাম নভেল বিজয়ী দের হাতে প্রাইজ বন্টন করেন তিনি বলেন আমি খুবই মুগ্ধ হয়েছি এরকম একটা আয়োজনে আসতে পেরে সামনে যেন প্রতি বিজয় দিবসে এরকম খেলা ধুলো চলতে থাকে এ আসা ও ব্যক্ত করেন।
দেশীয় সাংস্কৃতিকের সাথে বাচ্চাদের কে আকৃষ্ট হওয়ার আহবান জানান বিশেষ অতিথি বৃন্দুরা, যুব সমাজ মুক্তি পাবে নেশার ছবল থেকে তাই খেলাধুলার আয়োজন করতে সবার প্রতি আহবান জানান,
পরিশেষে কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।