জাহিদুল ইসলাম ///
নিয়ামতি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জনমনে সংকোচ ও শংকার শেষ নেই। বিরোধী দলীয় কোনো প্রার্থী নির্বাচনে অংশ না নেওয়ায় নিজেদের মধ্যে দলাদলি ও রেসারেসিতে সাধারন মানুষ এ মূহুর্তে রয়েছে চরম ধিদ্বা ধন্ধে। ইউনিয়নটিতে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী রয়েছে ৪ জন অভিজ্ঞ পলিটিশিয়ান, ও ইসলামী আন্দোলনের পাখা প্রতীকের একজন নিয়ে ৬ জন প্রার্থীই যোগ্য দক্ষ বিচক্ষণতার দিক দিয়ে নিজ নিজ অবস্থানে অপ্রতিধন্ধী। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকার পার্থী বাদশা নিজামী বয়সে তরুন ও উড়ে এসে জুড়ে বসা প্রার্থী হিসেবেই অনেকটা আলাদিনের চেরাগ হিসেবে নৌকার টিকিট হাতে নিয়ে নিয়ামতি ইউপি নির্বাচনে মাঠে আছেন বলে অভিজ্ঞ মহলের অভিমত। ইতিমধ্যে বর্ধিত সভায় ইউনিয়নের নেতারা নানামুখী বক্তব্য রাখেন বাদশা নিজামীর বিরুদ্ধে। তা সত্বেও উপজেলা ও জেলা নেতাদের হস্তক্ষেপ ও প্রতিদিন তাদের প্রচার প্রচারণায় অনেকটাই আশার আলো ফুটে উঠেছে নৌকার পালে। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে নির্বাচনী বিধিনিষেধ অমান্য করে বেপরোয়া হয়ে উঠছেন তিনি। ইতিমধ্যেই নির্বাচনী বিধি অমান্য করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা সহ সাবধান করে দেওয়া হলেও বেপরোয়া নিয়ম ভঙ্গ করে একের পর এক বিতর্ক সৃষ্টি করে নির্বাচনী মাঠকে শংকায় ফেলে দিয়েছে নিজামী, বহিরাগত সন্ত্রাসীদের উত্থান ও চিহ্নিত চোর ডাকাতদের উপস্থিতি নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ও শংকা শুরু হয়েছে। এছাড়া সাবেক সফল চেয়ারম্যান কামাল তালুকদার চশমা প্রতীক নিয়ে বেশ সুবিধা জনক পরিস্থিতিতে আছেন, তারও রয়েছে নিজেস্ব ক্যাডার ও অতীত কৌশল ও জন সমার্থন। ঘোড়া প্রতীক নিয়ে কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম ও নিজ যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে মাঠ চছে বেড়াচ্ছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত, একইসাথে আনারস প্রতীক নিয়ে মাঠে আছেন ত্যাগী আওয়ামী লীগ নেতা সোহরাব মৃর্ধা, মাঠ দখলে রাখতে এখনো পিছিয়ে নেই মোটরসাইকেল প্রতীকের আলামিন এছাড়াও ইসলামি পাখা প্রতীকের হুমায়ুন কবির রয়েছে আত্মবিশ্বাসে বলিয়ান। এখনো পর্যন্ত বিছিন্ন ২/১ টা ঘটনা ছাড়া তেমন গুরুত্বর কোন সংঘাত সংঘর্ষের ঘটনা না ঘটলেও অনাকাক্ষিত ঘটনা নিয়ে জনগণের শংকা কাটছেনা। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যপক উপস্থিতি সত্বেও চারপাশে চারটি উপজেলার অবস্থান ও বহিরাগতের আনাগোনা নির্বাচনের সুষ্ঠতা নিয়ে তাদের এ শংকা আরও বেড়েছে। এ বিষয় নির্বাচন কমিশন সাইদুর রহমান জানান নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। যেখানে অনিয়ম সেখানেই ব্যবস্থা। ওসি আলাউদ্দিন মিলন বলেন নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে, প্রয়োজনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।