ঢাকাSaturday , 16 October 2021

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব এর কমিটি ঘোষণা

Link Copied!

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। ১৬ অক্টোবর (শনিবার) শিরোইল বাসটার্মিনাল সংলগ্ন, পূবালী মার্কেটে (২য়তলা) বরেন্দ্র প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বর্নাঢ্য আয়োজনে এই কমিটির ঘোষণা হয়। কার্যনির্বাহী পরিষদের ১১ জন ও সাধারন সদস্য ১০ জন, সর্বমোট ২১ জন নিয়ে গঠিত হয় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

মৌখিক ভোটাভোটি মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছে এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয় জাতীয় দৈনিক রূপালী দেশ পত্রিকার রাজশাহী প্রতিনিধি মোঃ রেজাউল করিম। সিনিয়র সহঃ সভাপতি আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সময় পত্রিকার রাজশাহী ব্যুরো আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী, কোষাধ্যক্ষ দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ওদুদজ্জামান সুবাস, নির্বাহী সদস্য (১) দৈনিক সকালের সময় পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, নির্বাহী সদস্য (২) দৈনিক আমাদের সময় দূর্গাপুর প্রতিনিধি রায়হান ইসলাম, নির্বাহী সদস্য (৩) ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী প্রতিনিধি শাহিন সাগর।

এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজশাহী প্রতিনিধি রাজন ইসলাম, দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দি ডেইলি পিপলস টাইম পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দি ডেইলি মুসলিম টাইমস পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দৈনিক জবাবদিহি পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দৈনিক জনবানী পত্রিকার রাজশাহী প্রতিনিধি, দৈনিক সোনালী খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি, ‘দ্যা সিটজেন পত্রিকার রাজশাহী প্রতিনিধি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান। তিনি কমিটি ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তির রাজশাহী ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, ফাহমিদা আক্তার, স্বদেশবানীর হিরো, আদিল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!