ঢাকাSaturday , 18 December 2021

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক- ২০

Link Copied!

স্টাফ রিপোর্টার,সৌরাব আলী ।।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার দিন-রাতে অভিযান পরিচালনা করে এসব আসামিদের আটক করা হয়। আটককৃত আসামিদের মধ্যে জিআর ০২ জন, সাধারণ জিআর ০৪ জন ও সাধারণ সিআর ১৪ জন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ মিলন, মোঃ রুবেল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ আতাউল্লাহ আপেল (৩০), মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), মোঃ আব্বাস মিয়া, মোঃ ইসমাইল হোসেন, মোসাঃ বাপ্পী আক্তার, মোঃ কামরুজ্জামান, মোঃ মনিরুল ইসলাম বাবুল (৩৫), মোঃ হযরত আলী, ভোলাল উরাও, সমর উরাও, বিশ্বনাথ উরাও, গোবড়া উরাও, শ্রী লগেন উরাও, স্বপন উরাও, মাখন উরাও, মোঃ নুর ইসলাম, মোঃ ওবাইদুর রহমান ওরফে ওবাইদুল হক’দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তপুর সার্কেল মোঃ শামছুল আজমের তত্বাবধানে গোমস্তাপুর থানার ওসির নেতৃত্বে পুলিশের ২টি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করেন।

একেএ/এসএএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!