মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
হিঙ্গাজিয়া ব্র্যাক মাল্টিক্লাস স্কুলের ৫ম শ্রেণির বিদায়ী অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) রোজ মঙ্গলবার কুলাউড়ার হিঙ্গাজিয়া ব্র্যাক মাল্টিক্লাস স্কুলের ৫ম শ্রেণির বিদায়ী অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন।
অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক জনাব মফিজ মিয়া সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব মোঃ আশিদ আলী সাহেবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মুসতাকিম সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিঙ্গাজিয়া মাদ্রাসার শিক্ষক জনাব মাও. ফয়জুর রহমান সাহেব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার জনাব শেখ দেলওয়ার উস শাহাদাৎ রিয়াজ, কুলাউড়া উপজেলা তালামীযের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ আবুল হোসেন, অভিভাবক সদস্য মোঃ জামাল আহমদ সহ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়।
সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. ফয়জুর রহমান সাহেব।
একেএ/আরআইএস

