ঢাকাTuesday , 7 December 2021

বিশ্বনাথে এসআই বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

Link Copied!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানার এসআই ফখরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (৩ ডিসেম্বর) সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার কান্দিগাঁও গ্রামের প্রবাসি আমির উদ্দিনের স্ত্রী সেফুল বেগম।

সেফুল বেগম তার অভিযোগে উল্লেখ করেন, গত( ২৮ নভেম্বর) তার মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে যায়।

এ ঘটনায় সেফুল বেগম বিশ্বনাথ থানার এসআই ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করলে ফখরুল ইসলাম একটি লিখিত অভিযোগ দেয়ার কথা বলেন এবং তিনি নিজে কম্পিউটারে গিয়ে লিখিয়ে দিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অভিযোগের সূত্র ধরে গত( ২৯ নভেম্বর) সন্ধ্যায় রিপন নামের এক সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন এবং রিপনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে সেফুল বেগমের কাছে ৩ হাজার টাকা নেন।

এসআই ফখরুল ইসলাম পরদিন পহেলা ডিসেম্বর সিএনজি চালক রিপনকে ছেড়ে দিয়ে সেফুল বেগমকে জানান, তুমার মেয়েকে নিয়ে আসার জন্য রিপনকে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশের এমন আশ্বাসে অপেক্ষার পর অপেক্ষা করতে থাকেন ওই নারী। এক পর্যায়ে এসআই ফখরুল বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে আরো ৭ হাজার টাকা নেন।

কিন্তু তার মেয়েকে উদ্ধার না করে নানা ভয়ভীতি দেখিয়ে থানা থেকে বের করে দেন। এসআই ফখরুলের এমন আচরনে নিরুপায় হয়ে ওই নারী সিলেট পুলিশ সুপার বরাবরে এসআই’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।

এসব অভিযোগ মিথ্যা দাবি করে থানার এসআই ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সেফুল বেগমের মেয়ে প্রাপ্ত বয়স্ক। সে তার ইচ্ছায় অন্য ছেলের সাথে চলে গেছে। সে তার মায়ের কাছে যেতে চায় না। তাই মেয়েকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!