ঢাকাSunday , 5 December 2021

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি নারী শিল্পোদ্যোক্তা মেলা

vorercom
December 5, 2021 1:11 pm
Link Copied!

শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী নারী শিল্পোদ্যোক্তা মেলা ২০২১। স্থান শহরের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন কোর্ট চত্বর।

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বিসিক ও নারী উদ্যোক্তা সমন্বয়ে উদ্যোক্তা মেলায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন নারী উদ্যোক্তা মোসাঃ সুলতানা খাতুন, মোসাঃ রেজিনা আনোয়ার মোসাঃ লিমা খাতুন।

নারী উদ্যোক্তা সুলতানা খাতুন ‘ভোরের চাঁপাই কে’ বলেন আমি সব সময় ভাবতাম, চাকরির চেয়েও বড় কিছু করতে হবে। তিনি মনে মনে ভাবতেন একদিন উদ্যোক্তা হয়ে নিজে ব্যবসা শুরু করবেন, একজন সফল উদ্যোক্তা হয়ে নিজেই কর্মসংস্থান তৈরি করবেন। উদ্যোক্তা হবার মনবাসনা নিয়ে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণও নেন। তিনি আরও বলেন, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আগামীতে আমরা একটি উন্নত দেশে উন্নীত হবো।

তারা জানান মেলায় ৪০টি স্টল রয়েছে এখানে পাওয়া যাবে, গিফট আইটেম, চশমা, জুতা ইলেকট্রনিক্স পণ্য, কসমেটিক্স, তৈরী পোষাক, বুটিকস, শাড়ী, কোট-প্যান্ট, ব্লেজার, কাপড়, থ্রি পিচ, ওড়ন, আচারসহ বিভিন্ন পদের খাবার, শিশুদের খেলনা, মহিলাদের হ্যান্ড ব্যাগ পণ্যের ষ্টল রয়েছে। এছাড়াও মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে নৌকার দোলনা, নাগরদোলা, শিশুদের জন্য ভ্রমণ ট্রেন ইত্যাদি। তিনি জানান স্বাস্থ্যবিধি মেনে নারী শিল্পোদ্যোক্তা মেলা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

উল্লেখ্য মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলা গত বুধবার ১ ডিসেম্বর পুরাতন ষ্টেডিয়াম সংলগ্ন এলাকায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক আয়োজিত মেলাটি উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!