ঢাকাFriday , 3 December 2021

কুলাউড়ায় দণ্ড প্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

Link Copied!

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়া থানায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী সহ জিআর মামলার পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ (২ ডিসেম্বর) বৃহস্পতিবার জিআর ১২৯/১৬ (রাজনগর) মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম ইকবাল আহমেদ রাজু। সে কুলাউড়া থানার কৌলা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

কুলাউড়া থানা পুলিশের আরেকটি অভিযানে এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জিআর ৭৩/২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আসামী আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। আবুল মিয়া উপজেলার মনসুর পুর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।

কুলাউড়া থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম জানান কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ৫ বছরের দণ্ড প্রাপ্ত আসামী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!