ঢাকাThursday , 2 December 2021

শিবগঞ্জে মহানন্দা নদী ভাঙ্গন, ঝুঁকিপূর্ণ কয়েকশো পরিবার

Link Copied!

স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চাঁদপুর এলাকায় আবারো দেখা দিয়েছে মহানন্দার ভাঙ্গন।গত ১লা ডিসেম্বর রাত আটটার দিকে রানীবাড়ী চাঁদপুর কুমারপাড়ায় বেশ কিছু অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। ঝুঁকিতে রয়েছে বেশ কিছু বাড়িঘর। অনেকেই ঘরবাড়ি ছেড়ে তাদের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙ্গনের বিষয়টি এলাকাবাসী চককীর্তি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিয়া কে জানালে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে তাৎক্ষণিকভাবে অবহিত করেন। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ময়েজউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন ।

এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিয়া বলেন, মহানন্দা নদী ভাঙ্গনের বিষয়টি আমি জানার সাথে সাথে এমপি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ও পানি উন্নয়ন বোর্ডে চাঁপাইনবাবগঞ্জকে অবহিত করেছি। খবর পেয়ে উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ময়েজউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Don`t copy text!