স্টাফ রিপোর্টার,সৌরাব আলী।।
অদ্য ০১ ডিসেম্বর ২০২১ তারিখ রাত্রী ০০.১০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন বড়হাবাশপুর গ্রামস্থ জনৈক কার্তিক (৪৫), পিতা-মৃত বিষ্ঠু এর আম বাগান সংলগ্ন হাবাশপুর হইতে চাঁদনগর গামী পাকা উপর অপারেশন পরিচালনা করে
উক্ত অভিযানে, বিদেশী পিস্তল-০১ টি, ম্যাগজিন-০১ টি, গুলি-০২ টি, মোবাইল-০১ টি, সীমকার্ড-০১ টি উদ্ধার করেন এবং আসামী মোঃ মতিউর রহমান (২৫), পিতা-মৃত মাদার, সাং-মীরগঞ্জ ভানুকর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেছে।
অপর অভিযানে,সিপিসি-2 নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল একই দিনে বিকাল ০৫:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিওিতে,নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন ছাতুনতলী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, বিদেশী পিস্তল-০১ টি, ম্যাগজিন-০২ টি, গুলি-০৩ টি, ওয়ান শুটারগান -০১ টি,শপিং ব্যাগ -০১ টি, মোবাইল-০১ টি,এবং আসামী আইনুল ইসলাম(২৫) পিতা- মোঃআনারুল ইসলাম,সাং- দেবীপুর থানা-ধামুরহাট ,জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করে।ধৃত অস্ত্র ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন, অস্ত্র মুক্ত সমাজ গড়ুন।